ধরতে গেলাম মুঠোয় ভরে
নীল আকাশের নীল,
খামছি সহ আসলো উড়ে
গুল্লি বাতাস ঘুরে ঘুরে
ছুঁয়ে দিলো দীল।


ধরতে গেলাম রাতের শাদা
তুলসী ধোঁয়া চাঁদ,
ঝাঁকে ঝাঁকে জোনাক তখন
বাঁশের বনে মত্ত যখন
মিটলো কিছু সাধ।


ধরতে গেলাম ঘাসের ওপর
শিশির মাখা জল
আমার পাশে থাকতে এ রূপ
নামলো খুশির ঢল।