সন্ধ্যা গেলো রাত্রি শেষে
সকাল এলো চলে,
একটা গভীর ঘুম আমাকে
কি যেন যায় বলে!


শুকনো হলো সবুজ পাতা
জমাট হলো আঁধার খাতা
সুখ নেইকো মোটে,
কম্পিত মুখ হারালো তার
মিষ্টি হাসি ঠোঁটে।


কী মনোরম চাঁদ আকাশে
একটি বছর পরে আসে
সন্ধ্যা নামার আগে,
চাঁদ দেখা সেই অনুভূতি
ঈদের মতো লাগে।


এবার চাঁদে নেই সে ধারা
রাত আমাকে বলে,
ধূসর শত নীরবতা
দেহের মাঝে ঢলে।