করোনা তো হয়ে গেলো
দিনে দিনে মহামারি,
জিতে গেলো জিতে গেলো
দিনটা যেন করোনার ই।


দিনটা যেন শোকাবহ
আস্তে আসে মৃত্যু নেমে,
কখন আমার কপাল জুড়ে
চিন্তাজলে পড়ছি ঘেমে।


বৈশাখী ঝড় করোনাকে
দমাতে এই পারে নাকো,
না দমিয়ে তাই তুমি রোজ
নিজের মত সুস্থ থাকো।


কোনো কোনো দিনের শেষে
খানিক কমে খানিক বাড়ে,
মৃত্যু এখন খেলনা গাড়ী
মেরে মেরে হাসে আড়ে।