ছাগল ছিলো দশটি দলে, তিনটি তো লিকলিকে
একটি ছিলো কানা চোখের ঘুরতো পেছন দিকে।
একটি ছিলো বেঁটেখাটো ছুটতো অনেক ভালো
বুদ্ধিতে সে করতো সাদা অনেক বেশী কালো।


একটি ছিলো ঘাসের পোকা বিলেবিলে ঘোরে
ঘাসের লোভে যায় ছুটে সে প্রতিদিনই ভোরে।
একটি ছিলো মোটা তাজা জার্সি গরুর মতো
বসে বসে খেতো সে ঘাস-লতা-পাতা যত।


একটি ছিলো শিংওয়ালা যুদ্ধ শুধু বোঝে,
শিঙ উঁচিয়ে কার গুঁতোবে তার শুধু সে খোঁজে।
একটি ছিলো দুষ্টু ছাগল ঝগড়া ফ্যাসাদ বাঁধায়
এ-দল ও-দল করে সঙ্গী-সাথীদেরই কাঁদায়।


একটি ছিলো বয়স ভারে একেবারেই নুব্জ্
হাড্ডিগুড্ডি ভেঙেচুরে থুত্থুরে এক কুজো।
দশ ছাগলের পরিবারকে একটা মানুষ পোষে
ফল পেয়ে যায় ভালোমন্দ কর্ম যে যার দোষে!