মেঘের ফাঁকে দৃষ্টি দিলে
গুড়ো মেঘের ফালি,
রয় তাকিয়ে আতশি মেঘ
ডজন ডজন হালি।


গাছের ডালে দৃষ্টি দিলে
মিষ্টি হাসে লতা,
পাখির যত কলকাকলি
শোনায় কত কথা


দূর অজানায় দৃষ্টিসীমা
ফেলে কত ছায়া,
দৃষ্টিগুলো পেছন গেলে
সৃষ্টি করে মায়া।