কুস্তি করে পড়লো দূরে
দুইপাশে দুই বলদ,
পড়লো কেনো! দড়ি বাঁধা-
গোঁড়ায় ছিল গলদ।


ভাঙলো যেন ঠ্যাং-
উল্টে পড়ে দেখি সে এক ঝপাৎ কোলাব্যাঙ।


দেখলে কি যে বলবে লোকে
খুঁড়িয়ে বলদ আবার রোখে
কুস্তি গরম আগুনচোখে
রাগের সেকি তেজ!
দড়ির মাথায় দুটি বলদ
তবুও নাড়ায় লেজ।


বলদ দুটোর কান্ড দেখে
বিড়াল নাচায় গোঁফ,
সেসব দেখে শেয়াল-কুকুর
করছে মাতাল ঝোপ।