দুষ্টু লোকের মিষ্টি ভাষণ
পোক্ত করে আপনাসন
যা বলে তাই হয়
সবসময়ে জয়
কৌশলে নেয় বিচারাসন
বুঝিনা তার অপশাসন।


দুষ্টু লোকের পল্টিবাজি
মিষ্টি কথায় সবাই রাজি
ঝালাপালা কান
কেমনে ধরি ভান
কেমনে তাহার মত সাজি
সেতো সবার সামনে হাজী।


দুষ্টু লোকের মস্ত কথা
বলতে মানা যথাতথা
যা বলে তাই ঠিক
ভাবে চতুর্দিক
সেই পাবে সব স্বাধীনতা
বীরপুরুষ এই তিনি,যথা-


দুষ্টু লোকের তিক্ত চলা
যায়না বোঝা ছলাকলা
জটিল করা চাল
হয় যে আবার কাল
যায়না সঠিক কথা বলা
কারণ-তিনি পাগড়িঅলা।