বনের ধারে মেঠোপথের
কনুইবাঁকা মোড়ে,
কচি গাছের ডালটা হাতে
সেই ছেলেটি ঘোরে।


হাটার পথে ব্যস্ত বটে,
পা দেবে যায় বালুর তটে
ঘাসের মাথা দোলে,
সেই ছেলেটির শিশির বন্ধু
সেই অভিযোগ তোলে।


দুষ্টু ছেলে, খারাপ ছেলে
সবাই নাকি বলে,
কারো বিপদ দেখলে ভেড়ে
অনাহারীর দলে।


তবে সে কি দুষ্টু ছেলে হয়!
লিখে রাখে আগামী পথ
তার সে পরিচয়!