দুষ্টুরা দলবেঁধে ব্যাঙ নিয়ে খেলে
কিছু ব্যাঙ ডোবা থেকে খালে নিয়ে ফেলে।
কোনো ব্যাঙ, ঠ্যাঙ ঝোলা চ্যাঙদোলা হয়ে
যায় শুধু নিরীহ-ও ব্যাঙগুলো সয়ে।


দুষ্টুরা খেলে যায় দলবেঁধে হাসে
বুড়ো এক ব্যাঙ দেখে বাঁধা দিতে আসে।
বুড়ো বলে, খেলে যাও আরো দাও হাসি
তোমাদের খেলা আর আমাদের ফাঁসি।


শুনে এই দুষ্টুরা খিলখিল হাসে
তার থেকে বড় ভাই ঠিক ছুটে আসে।
এইখেলা বেড়ে যায় সরদার এলে
বুড়ো বলে, মেরে ভাই কী যে সুখ পেলে!


তোমরাই খেলা করো হাসো ওই দলে
স্বজনের শোকে এই চোখভরে জলে।
গেলো এটা ছেলেদের এইকথা কানে
মাফ চেয়ে চলে যায় দূর মাঠ পানে।