এই ছড়াটা তুলতুলে
পড়ে খুকু মনখুলে
এতই পড়ে তাইতো বাবা
দেয়না এখন ফুল তুলে।


এই ছড়াটা ঝরঝরে
রাতে-দিনে সব পড়ে
তাকে দেখে আর খুকুরা-
পড়ার কত পথ ধরে।


এই ছড়াটা চনমনে
মুখস্থ তার টনটনে
আদর দিতে সব লোকেরা
কত কথা কন মনে!