ঈদ এলো বাঁকা চাঁদ ঈদ এলো মিষ্টি
ফেলে দেয় রমজান শেষ হলে দৃষ্টি।
ঈদ এলো শাওয়ালে ঈদ-উল-ফিতরে
ঈদ দিলো ধুয়ে মুছে মনটার ভিতরে।
ঈদ এলো রাস্তায় ঈদগাহে কাতারে
ঈদ দেয় উপহার দানবীর দাতারে।
ঈদ এলো শিশুদের নিষ্পাপ হাসিতে
শিশু আর পাখিদের কী দারুণ বাঁশিতে!
রমজানে আল্লাহ পাপগুলো জ্বেলে দেন
তাই তিনি নিজ হাতে রহমত ঢেলে দেন।
ঈদ এলো আনন্দ সকালের আঁধারে
তাই তাই মজা মজা! নেই কোনো বাঁধারে!