ঈদ এসে ছুঁয়ে দেয় টোকা দেয় মন
যেমন-ই ছুঁয়ে দেয় বসন্ত বন।
বসন্ত ছুঁয়ে দেয় পাতা ছেড়ে ডাল
ঈদ খুশি চাঁদ বেয়ে আসছে তা কাল।


ঈদ এসে ছুঁয়ে দেয় গরীবের শাল
লোপ পায় হক মারা ধনীদের গাল।
সবলোক তরতাজা মন হয় ফুল
তুলে নেয় অন্যায় ছিড়ে দেয় মূল।


ঈদ এসে ছুঁয়ে দেয় ভাই ভাই মিল
মন হয় তুলতুলে আকাশের নীল।
ঈদ এসে ছুঁয়ে দেয় সাদা কাঁচি চাঁদ
কাল হবে ঈদ আজ ঘুম বরবাদ!