চাঁদের মতো হোক আকাশ আমার
ঈদ হোক শান্তির রুপালী আঁধার।
প্রভুপ্রেম পূর্ণতায় আরও কিছু হোক
ঈদ মোবারক বলো ঈদ মোবারক।
বিষন্ন দিনগুলো পড়ে যাক ছেদ
কমে যাক একেবারে সব ভেদাভেদ
সাম্যের বাণী এসে নিয়ে যাক শোক।।
আজ থেকে চলুক না শান্তির গান
হয়ে যাক জুলুমের সব অবসান।।
মিথ্যের কাছে সৎ শুধু অসহায়
আজ থেকে নিমিষেই যেন তা হারায়
দেখে যাক ছুয়ে যাক শান্তির চোখ।।