আমার কি যে খুশি এমনদিনে,
ফিরনি-পায়েস ঈদকে দিলো চিনে।
সৌরভে সব গন্ধ পথে-ঘাটে,
বন্ধু মিলে সুখে সময় কাটে।


একটা ডালে দুটি পাখি বলে,
ঈদ আমেজে চোখের পাতা ডলে।
আর পাখিরা খুশি কিসের গানে,
আজ বিশেষ এ দিনে সবার টানে।


সবুজ সবুজ সকল গাছের লতা,
ঈদটা এলে ভাঙে নীরবতা।
পাপড়ী খুলে খুশি টেনে আনে,
মুখ-মগডাল তাইতো আকাশপানে।


শিশুর মুখে টিপে টিপে হাসে,
রঙ-বেরঙে সাজতে ভালবাসে।
নববধূ জেগে রাতে সারা,
রাতের আকাশ সেজে মাতোয়ারা।