শিশুর মুখে ঈদের খুশি
পাখির ঠোঁটে সুর,
ঈদের খুশির গান ছড়ানো
দূর থেকে যায় দূর।

মেলার মাঠে খেলার গাড়ী
খেলার মাঠে গান
ঈদ এখানে আনলো জোয়ার
নদীর কলতান।

খুশি খুশি মনের খুশি
অনেক খুশির ঢেউ,
নাচবো খুশি এসো সবাই
বাদ যাবে না কেউ।