তুমি আমার মানছো আবার আমি তোমার মানিনা
তোমায় কিছু বললে বলো- "আমি কিছু জানিনা।"
জানলে বলো জানিনা আর মানতে চেয়ে মানোনা
ঝগড়া লাগে এমন করে কেনো তুমি জানোনা!
চরম শীতে আদুল গায়ে ছেঁড়া কাঁথায় ঢেঁকে না
এক পরিবার নেতা অনেক সেই পরিবার টেকে না!
ভুল হলে তার বাঁচিয়ে রাখে একটুখানি ক্ষমা যে,
দশ মতামত এক পরিবার চলেনা এই সমাজে।
তুমি আমার মানছো না আর তাই আমিও মানিনা
এমন করে কাটবে জীবন কেমন করে জানিনা!