একপা তুলে ফড়িং নাচে
একটা ডানা ভেঙে,
সাধ জেগেছে রঙিন হবে
রঙধনুতে রেঙে।


একনিমিষে পাল্টাবে রং-
সবুজ দেহ ছেড়ে,
যাদুর ছোঁয়া আঁচ বোলাবে
রূপোর কাঠি নেড়ে।


মাঝে মাঝে চমকে দেবে
ঘাসের সবুজ তীরে,
একপা ফড়িং যাদু-ই হবে
হাজার ফড়িং ভীড়ে।


একপা ফড়িং তিড়িংবিড়িং
ফড়িংরাজের রাজা,
স্বপ্ন তারই সবার মতো-
সবসময়ে তাজা।