একটা আকাশ কিনবো বলে
ঘর ছেড়েছি ঘর,
নীলের দামে ঢেউ কিনেছি
মেঘের দামে ঝড়।


পাহাড় ঘামা জল চেয়েছি
নামতে নিচে ঢল চেয়েছি
বাঘের কাছে বল চেয়েছি
গাছের কাছে ফল চেয়েছি
ফুলের কাছে দল চেয়েছি
সব চাওয়ারা মনে এসে
করলো যখন ভর,
ঠিক তখনই চাওয়ারা সব
আসলো পরস্পর।


সবুজ সবুজ বিল ছুঁয়েছি
কিনবো বলে নীল ছুঁয়েছি
খুঁজতে গিয়ে মনের খবর
মানুষগুলোর দীল ছুঁয়েছি
ছোট-বড় মিল ছুঁয়েছি
সব ছোঁয়াদের স্বাদে আমার
কাঁপলো যখন স্বর,
একটা আকাশ কিনবো বলে
ছুটছি নিরন্তর।