একটা ছেলে খুব অমায়িক
নয়তো মোটে ভীতু,
একটা ছেলে পাল্টালোনা
পাল্টে গেলেও ঋতু।


একটা ছেলে একলা চলে
একটা ছেলে একা,
সৎ-উপদেশ দেয়যে আরো
পাইলে কারো দেখা।


একটা ছেলে পথের ধারে
অন্ধজনের সাথী,
সবার দুঃখে ছোটে সে যে
সকাল-দুপুর-রাতই।


একটা ছেলে চিন্তা করে
অপরজনের ভালো,
এই ছেলেটার বন্ধু হলে
জ্বলবে জ্ঞানের আলো।