চোখের ওপর দামী গগল্স
উদাস উদাস মন,
গরু,হাতি, গাধা তো নয়
ছেলে সে একজন।


হাত জুড়ে তার ব্রেস-লেট আর
কানে রিঙের দুল,
হাটলে যে তার উল্টো লাফায়
পিছন দিকের চুল।


রাস্তার ধারে আঙুল ঘষে
টিভির মতো ফোন,
দেখলে যে কেউ ভাববে আজব
পাগল এটা কোন!


টাইট টাইট জামার ওপর
ছেঁড়া ছেঁড়া ভাব,
শত তালির প্যান্ট পরে সে
ভাবে- বাবু সা'ব।


গেঞ্জি-জামার নিউ স্টাইল
হাটুর নিচে ঝুল,
পকেট পাশে লকেট ঝোলে
বললাম নাকি ভুল!


দাড়ির চুলে রঙ মাখানো
নতুন নতুন ডাট,
সাপের মতো নূরের কলি
আজবরকম ছাট।


কেউ যদি তার বলে খোকা
এদিকে আয় শোন-
ড্যান্স দিয়ে সে আসছে দেখো
কানে ইয়ারফোন।


কাজ পারে না তবুও দাবী
হাজার টাকা ফি,
বিড়ির ধোঁয়া উপর ছুঁড়ে-
উত্তরে কয় জ্বি!


এই ছেলেটি কেমন ছেলে
একটু ভেবে কন-
মাস্তানীতে সবার সেরা
এলাকার ই ডন।