হালকা শীতে কাঁপা কাঁপা
লাগছে আহা কেমনতো!
চুপিচুপি আকাশ পথে
আসলো সেজে হেমন্ত।


ফুল কাননে দুলছে পাখি
খুশি খুশি এ মন তো!
পাঁকা ধানে চাষীর হাসি
এসেছে আজ হেমন্ত।


পিঠাপুলির ধুম পড়েছে
আজকে হবে নেমন্ত,
জামাই আসর ঘরে ঘরে
কেননা আজ হেমন্ত।


দূরের পানে কুজ্ঝটিকা
চোখে লাগে কেমনতো!
বনের মাঝে শেয়াল ডাকে
এলো বুঝি হেমন্ত।


আকাশ মলিন শৃঙ্খলিত
থাকবে এখন এমনতো,
সন্ধ্যা রাতে চাঁদের সাথে
এলো এলো হেমন্ত।


জীবন খোঁজে সুখ-সারথী
পাখ-পাখালী যেমন তো,
অদম্য হয় ইচ্ছে আমার
আসলে ফিরে হেমন্ত।