প্রজাপতি, রাতের তারা আলোর ঝলোমলো
একটা সোনার দেশ আছে ওই! দেখতে সবাই চলো–
উড়তে তোমার মন যদি চায় আসতে পারো উড়ে
তুলির আঁচড় উঠছে দেখো- গাছের ডগা ফুঁড়ে!


গাছের ভেতর গাছগাছালি পাখপাখালির মেলা
আছড়ে দেখায় রোদ সেখানে তিনবেলা তার খেলা।
বর্ষা এলে জল ধুয়ে দেয় গাঁও-গেরামের মাটি
ফসল তখন উপছে দেখায় খাটি সোনা খাটি!


জানো কেনো এদেশ আমার মনটা এতই টানে?
একাত্তরের শত্রু এলে উঠতে এঁরা জানে।
শত্রু এলে অস্ত্র ধরে ক্ষুধা পেলে হাতে
খুব সাধারণ জীবন চালায় তরকারি আর ভাতে।