আয় ছেলেমেয়েরা আয় আয়
মজা লুটে নেই,
ইংরেজী মাস গুণি রোজ রোজ
এই পাঠশালাতেই।


ত্রিশ দিনের মাস হয় এসো জানি
কি নাম যেন তার!
এপ্রিল-জুন-সেপ্টেম্বর আর
শেষ নভেম্বার।


একত্রিশ দিনে মাস আসে
গুণে দেখো হাত,
অবশিষ্ট মাসগুলোর নাম
হবে সে তো সাত।


বাকী মাস একটি হলো সে
আটাশ ফেব্রুয়ারী,
চার বছর পরে উনত্রিশ দিনে
মাস হয় তারই।