বাস আমাদের বাঁশের বনে
দলে দলে থাকি,
চাঁদের আলো দেই ছড়িয়ে
আমরা রাতের পাখি।


বেতশ আঁধার জ্বালতে গিয়ে
জ্বলছি ঝিকিমিকি,
এক জীবনের এইটুকু পথ
চলছে ধিকিধিকি।


আর বাঁচিনা জ্বালিয়ে আগুন
পেটের ভেতর পুরে,
দিচ্ছি নাকি, নিচ্ছি সুবাস
বাগান বাগান ঘুরে।


সবার মুখে বেশতো ভালো
জোনাক জ্বলা রাত,
যেমনি ভালো সোহাগময়ী
আদরমাখা হাত।


আমরা দেখাই চাঁদের আলো
যেই থাকেনা চাঁদ,
দেখুক আকাশ, পাখ-পাখালী
এই আমাদের সাধ।