নদীর কাছে কলধ্বনি শিখিতেছিলো মন
কোত্থেকে এক উটকো বাতাস ভাঙলো পাটাতন।


ভাঙলো খেয়া উছল হাওয়া
উড়লো কুটির খড়ের ছাওয়া
খানিক বাদে খানিক দূরে
নামলো বাদল শরীরজুড়ে
মনের ভেতর ঝড় উঠেছে
কল্পনাতে ঘাম
নদীর থেকে তাইতো তখন পিছু হটিলাম।


পাহাড় চূড়ার উঁচু হওয়ার দীক্ষা দিতে মন
ছুটছি সকাল-দুপুর-রাতে গভীর সবুজ বন।


চিরে গুঁড়ো আলোর ফালি
অচিরেই সে ঢাললো কালি
শক্ত হুলের বনের কাটা
জাল বিছানোর মতোই আঁটা
সারি সারি সাদা আকাশ
পাঠালো কুঁজবক
মনটা আমার ভাঙালো তার নিয়ম করা ছক।


যেখান আমি শিখতে গেলাম বাঁধায় জ্বরা মন
তুচ্ছ বাঁধার ভাঙবো আঁধার এই করেছি পণ।