কোথায় আগের বন বনানী কোথায় সবুজ ঘাস
কোথায় এখন করবে স্বাধীন পাখপাখালি বাস
বন নিধনের মজার খেলায়
দাঁত দুপাটি সপাট মেলায়
রাজাকারের ঠোঁটে,
তাদের দেখে এই প্রকৃতি দুঃখে কেঁদে ওঠে।


কোথায় চারার ডাগর পাতা মিষ্টি ফুলের বন
কোথায় আকাশমুখী গাছের আকাশ সমান মন
কোন কারণে উল্টে পড়ে
দালান নামের আবাস গড়ে
থাকে নিজে সুখে
আর ওদিকে এই প্রকৃতির আঘাত লাগে বুকে।


কোথায় আগের গাছের ভীড়ে আধার হওয়া পথ
কে ভেবেছে, অন্ধ হবে এদের ভবিষ্যৎ
গভীর বনে মরুর ধুলো
ভাঙলো সোনা স্বপ্নগুলো
রাক্ষসী কে হাতে
ভেবে ভেবে এই প্রকৃতি কান্না করে রাতে।