ভাষা আমার গায়ের কাথা
শান্তি লাগে শরীর-মাথা
ভাষা আমার বেশ,
স্বপ্নগুলো কথায় ফোটে
মিষ্টি হাসি লালচে ঠোঁটে
ছড়ায় সুখের রেশ।


ভাষার খেয়ায় দিচ্ছি পাড়ি,
লেখাপড়ায় তাড়াতাড়ি
উর্দ্ধ করি শির,
ভাষা আমার বসায়-নাচায়
মাঝেমাঝে জীবন বাঁচায়
বাংলাতে শিগগির।


বাংলা ভাষা আমার মুখে
অন্য ভাষা নয়,
এই ভাষাতে প্রকাশ করি
নিজের পরিচয়।