ফেব্রুয়ারী বাংলাভাষা বাজে শুধু কানে,
এই ভাষাতে ঘরে ফিরি মায়ের মধুর টানে।
নিজের ভাষায় মনের কথা বলতে এ মন জানে,
পরের ভাষায় বলবো কেনো জানিনা তার মানে!


ফেব্রুয়ারী ভাই হারানো একটি শোকের মাস,
ভীনদেশীরা এই দেশেতে করছিলো বসবাস।
বায়ান্নোতে সেই সময়ে চাপলো তাদের খুন,
আমার ভাষা কাড়তে বুলেট ছুড়লো
সে আগুন।


ভাষার দাবী কঠিন ছিলো আমার ভা'য়ের মুখে,
তাইতো সেদিন অন্যভাষা দিয়েছিলেন রুখে।
পরিণামে ভাষার জন্য শহীদ হলেন তাঁরা,
এমন সোনার ছেলে আছে বলতে পারো কারা!


রফিক,শফিক,সালাম আরো নাম না জানা কত,
তাঁদের দানে ভাষা পেলাম, উৎসাহ পেলাম তত।
সে উৎসাহে একাত্তরে করলাম স্বাধীন দেশ,
সেখান থেকে সোনার দেশে শ্যামল পরিবেশ।