শীতের ভোরে চুপটি মেরে
ফড়িং ছানা ডাকে,
এদিক-ওদিক খুজে সেতো
পাচ্ছেনা তার মাকে।


যায়না দেখা কুয়াশা তাই
দূরের কোন পথ,
একলা একা খুজছে কতো
দিয়েই নাকে খত্।


এই ভোরেতে জড়িয়ে দু'পা
বলছে মটরশুঁটি,
আমার ফুলে রঙ মাখিয়ে
এসো না হয় ফুটি।


-বলল ডেকে ঘাস ফুলেরা
কানের অতি কাছে,
আমার ডগায় দেখো কতো
মুক্তোদানা নাচে।


ঘাড় ঘুরিয়ে দেখলো পাখি
দিচ্ছে বাসায় তা,
এই সময়ে আসলো ফিরে
ফড়িং ছানার মা।


কুচুরমুচুর কাঁদছে ছানা
কোথায় গেলে একা,
খুঁজে খুঁজেই চোখ দুটোতে
যায়না কিছু দেখা।


দেখতে বলে গেলাম চলে
মটর,ঘাসও পাতা,
আয়না সোনা যাই চলেরে
এপাড়ার ও মাথা।


সেথায় আছে ডগিয়ে ওঠা
নরম কচি ঘাস,
চলনা সোনা নতুন করে
করি সেথায় বাস।