ফুল এসেছে গাছের ডগায়
ফুল এসেছে ডালে
ফুল এসেছে মা'কে পেয়ে
ছোট্ট শিশুর গালে।

চারিদিকে ফুল এসেছে
চারিদিকে ফুল
ফুলের সাথে দুলতে থাকে
মায়ের কানে দুল।

ফুল এসেছে বর্ষা ফোটায়
ফুল এসেছে জলে
ফুল এসেছে বইয়ে নাকি
ছোট্টখোকা বলে।