ঘরের মেঝে বই ছড়ানো এলোমেলো খাট
কক্ষজুড়ে বিছানো যা গাজীবাড়ীর হাট।
মা দেখেছে চোখ রেঙেছে
অমনি খুকু কাপ ভেঙেছে
পাল্টে গেছে ভোল
ফুলটুবানি ছোট্ট খুকুর মুখ ফুলে তাই ঢোল।


ঢোলের ভেতর কান্না জমা চোখ হয়েছে লাল
কেঁদেই দিলো কেঁদেই দিলো ফুললো আবার গাল
মা এসেছে আদর দিলো
ছোট্ট খুকু খেলনা নিলো
গালে দিলো চুম
সেই আদরে মিষ্টি খুকু আনলো চোখে ঘুম।