পিঁপড়া চলে পিলপিলে
রাস্তাঘাটে বিল-ঝিলে।
মৌমাছি যায় গান গেয়ে
দলেদলে টান খেয়ে।


পায়রা ডাকে বাকুম বাক
মদন পাখির মাথায় টাক।
দোয়েল পাখি ঝোলায় লেজ
সাপের আছে বেজায় তেজ।


ছোট্ট গাড়ী টমটমে
রাস্তা হলো থমথমে
খানিক দূরে রাস্তা বাঁক
গাড়ীর তলায় পড়লো কাক।