গাঁয়ের পথে চলতে গেলে হোচট খেয়ে পড়তে হয়
কিছু গুরুর কথা শুনে অকালেতে ঝরতে হয়।
ওঠাপড়া করে করে কেউ টিকে রয় সবরে
হঠাৎ এমন পদ্মফুলের জন্ম তো হয় গোবরে।

গোবরের এই পদ্মফুলের জন্য ধন্য গাঁয়ের পথ
গর্বে নাকে উজ্জ্বলতায় নড়তে থাকে মায়ের নথ।
এমনই করে গাঁও হয়ে যায় উজ্জ্বলতা সবুজে
গাঁয়ের ছেলে গাঁয়েই থাকি চিন্তা তো নেই কভু যে।