রমজান মুমিনের বড় নিয়ামক
ধনীদের সম্পদে গরীবের হক।
কতকিছু গরীবের এমনই আছে
ধনীদের কাঁধ ঠেকে গরীবের কাছে।


ইবাদত তুলে নেয় দুঃখ খেদ
রমজানে উঁচুনিচু নেই ভেদাভেদ।
নেই ভেদ নেই জেদ নেই কোনো রাগ
রমজান একমাসে ফেলে যায় দাগ।


দাগ ফেলে যায় দূরে পুড়ে যায় মন
রমজান আসলেই মুমিনের ধন।
মুমিনের কলিজায় গেথে যায় সব
সাওমের প্রতিদান দিবেন যে রব।