আমার সন্তানের হাতে দিলাম
সংসারের গুরুদায়


এ কী!
পল্লবিত সমাজে ঘুণপোকা


দলে দলে পিঁপড়েরা যায় কোথায় যেন রাখা
উপচে পড়া সুগারের খোঁজে
অজানা শংকায় কেন্নোর মতো মুখ গুটিয়ে নেয়
অক্সিজেন না দেয়া সবুজ পাতা


আজকাল কয়লাও ফ্রি পেলে
সাদা আঁজলা পেতে নিতে চায় সাদামন


চারিদিকে ভরে গেছে ইঁদুর আর সাপিনীর বিষ্ঠায়
যেদিকে তাকাই-
দেখি ধ্বংসযজ্ঞ আর বিদ্ঘুটে নলখাগড়া বন


কী দায়িত্ব নিলে প্রিয় বৎস আমার!