হেমন্তকে লিখলো চিঠি ঘাসেরা
সেই চিঠিটা নিয়ে গেলো হাঁসেরা।
পাল উড়ালো হাঁসের পালক
নদীর ধারে কাশের বালক
সাদা শরীর চিকচিক চিক চিকানা
নিচু হয়ে বললো তাদের, ঠিকানা।


চললো ছুটে হাঁস রানারে দিগন্তে
মাঠ পেরুলো হলুদ বাটা হেমন্তে
ফড়িং ঘোরে শিশির মাখা
দুর্বাঘাসে আকাশ আঁকা
মাঠের পাশে বনে ফোটা কামিনী
কী অপরূপ! সেজে আছে যামিনী!


চিঠির ভাষা পড়লো বসে হেমন্ত
আড়মোড়া তার ভেঙে হলো কেমন তো!
কুটুম এলো হাঁসের সারি
গমগমা গম সকল বাড়ি
নবান্নতে জানান দিলো আর্তিকে
হেমন্ত এই কাল সাজালো কার্তিকে।