হাঁসছানা ঘাস খানা ফেলে আসে বাড়ি
কারণ যে মা'র কাছে পোঁতা আছে নাড়ি।
খালাম্মা হাঁস তাকে সাথে নিয়েছিলো
লকলকে ঘাসবন তাকে দিয়েছিলো।


ঘাস খানা খেতে হলো মা'র কথা মনে
সব ছেড়ে চলে আসে ঠিক সেই ক্ষণে।
হাঁসছানা এই খানা খেতে চায়, না না
মা'র পাশে খুটে খুটে খেতে চায় দানা।


মা'র মুখে প্যাঁকপ্যাঁক হাসছানা শুনে
সারাগায়ে সুখ যায় শান্তিরা বুনে।
মা'র সাথে থাকলে কী আর সাধ জাগে
লকলকে ঘাস খানা টকখানা লাগে।