তিনবেলা রোজ খাদ্য খেতে পারি এ দুই হাতে
হাতের কাজে শরীর খুশি মনভরে যায় তাতে।
হাত দিয়ে হয় নাক গলানো হাত দিয়ে হয় চাটি
হাত তুলে কই কত কথা যখন পথে হাঁটি।
হাত দু'খানা পড়ে থাকে কাঁধের ওপর ঝুলে
মারতে কারো সামনে এগোই লম্বা এক হাত তুলে।
হাত ঘুরিয়ে ক্রিকেট খেলি হাত ঘুরিয়ে ব্যয়াম
হাত বেঁধে রোজ নামাজ পড়ি করি আবার কেয়াম।
হাতটা আমার কাজের কাজী বাইরে এবং ঘরে
হাতের আঙুল কাটলে রক্ত গলগলিয়ে পড়ে।
মুখের কথা বন্ধ হলে হাত লেগে যায় কাজে
ঢোলের ওপর লাঠির আঘাত কেমন যেন বাঁজে!
পড়ার মাঝে হাত আছে ভাই লেখার মাঝে হাত
হাত দিয়ে ওই মাস্টার মশাই করেন বাজিমাত।
হাত দিয়ে হয় আবার দেখি দুনম্বরি কাজ
কোটিপতি বনে গিয়ে করেন মহারাজ
হাত করে বেশ উপকার আর হাত করে বেশ ক্ষতি
সব মিলে এই হাত নিয়ে ভাই পাই কাজে বেশ গতি।