হাতিটার পেট মোটা
পা দুটো গাছ
ফ্যালফ্যাল করে দেখে
নদীটার মাছ।


কান দুটো কুলোকুলো
সরু তার লেজ
ডানকানা বলে তার
ধূর কত তেজ!


পুঁটি বলে তার নাকে
আছে যেই শূঁড়
প্যাঁচ দিয়ে ছিটকালে
ওড়বে ও দূর!


তেজ তার পাহাড়ের
মত গমগমে
দাঁত দুটো দাও-বটি
ছাড়বে না কমে!


রাগ হলে হাতিটার
থাকে না তো জ্ঞান
মাছ চুপ! করলো তো
তাই প্যানপ্যান।