হ্যালো, আমি বিল্লি...
ঢাকা ছেড়ে চাই যেতে চাই
ব্যস্ত নয়াদিল্লি।


দিল্লি নাকি বিরাট শহর
লাখে লাখে গাড়ির বহর
ইঁদুর-ছুঁচো সোনার মহর
মাছের কাটা দুধের নহর
হয় যদি এর হিল্লি,
চাই যেতে চাই দিল্লি।


শুনবি,হ্যালো- তারপর?
আমার সাথে চাইলে যেতে
জামা-জুতো প্যান্ট পর।


দয়ার শরীর মানুষগুলো
তাড়ায় না ওই দেখলে হুলো
এক পরিবার তিনটে চুলো
বিল্লিকে দেয় রান্না মুলো
হয়না চিল্লাচিল্লি,
চাই যেতে চাই দিল্লি।


প্যান্ট পরতে গিললি!
-যাচ্ছি মিঁয়াও, ওয়াঁও! ওয়াঁও!
পেয়ার দোস্ত বিল্লি?