হেমন্ত যে কী-
আঁকাবাঁকা পথের ধারে
ফুলগুলো তার সুবাস ছাড়ে
লক্ষ্য করেছি!


হেমন্ত যে কী-
শিশির হয়ে কুয়াশারা
শীত শীত শীত দেয় ইশারা
শিউরে উঠেছি!


হেমন্ত যে কী-
উঠোন ভরা স্বপ্ন বোনা
বাংলামায়ের কাঁচা সোনা
দেখতে পেয়েছি।


হেমন্ত যে কী-
যেই এসেছে কুটুমগুলি
মা'কে তখন পিঠাপুলি
গড়তে দেখেছি!