সন্ধ্যা গেলো রাতের গায়ে মিশে
রাত ঝিকমিক জোনাক পোকার বিষে।
একটু পরে উঠলো দুলে চাঁদ
জোনাকপোকার আনন্দ বরবাদ!


সবুজ পাখির অবুঝ অবুঝ মনে
কী মায়াতে ঝলকে ওঠে বনে!
অবারিত ফসলভরা মাঠ
সাজলো চমক, প্রকৃতিটার আর্ট!


শিউলী, ছাতিম ডগার ওপর দোলে
হচ্ছে মনে নবজাতক কোলে
পশুগুলো জাবর কাটে গাল
ধপাস করে পড়ে নীচে তাল!