হরিণ ছুটে গেলে খুরের দাগে ওঠে স্মৃতিচিহ্ন
চলতে চলতে ডাল ঝুলে বের হয়
একরাত শ্রান্তি রেখা
একবন নিরাশায় যখন সূর্য অস্ত যায়
দলবেঁধে বকেরা চলে আসে ভয়ানক শান্ত আশ্রয়ে


যখন খুরে খুরে সারাবন মেঘের আশ্রয়হীন হয়
তখন সাগরের নীল আশা মাছেদের অভয়াশ্রমে পরিণত হয়
আর জনশূন্য গাছের পাশে উদ্গীরণ হয়
কবুতরের মায়াবী বর্ণ


তারপর জীবন থেকে ছুটে যায়
হরিণের মায়ার শহর