দীঘল কালো ঘুটঘুটে রাত
অন্ধকারের ঘাটি,
ইচ্ছে করে এমনি রাতে
চাঁদের পথে হাটি।


ইচ্ছে করে আকাশ পানে
করি ছুটোছুটি,
ধরতে আকাশ থাম বসিয়ে
বানাই থামের খুটি।


ডানা নেড়ে যাই কোথাও
মেলে দুটি আখি,
ইচ্ছে করে বিল বাওড়ের
হই যে নানান পাখি।


ঘুরতে থাকি যখন-তখন
পাহাড়-সাগর-বনে,
ইচ্ছেরা বেশ পাখনা মেলে
ছোট্ট অবুঝ মনে।