সৃষ্টিগুলো ইতিহাস।
বাইডেন শ্রম সূর্য সমান
জ্বলে ওঠে লিংকনের হয়ে-


নুসরাত, তনুর রক্তের ফোটায়
মানবতা কাঁদে।


বিশ্ব ভাষণ হার মেনে যায়
৭ই মার্চের কাছে-যেন মুজিব সচল চঞ্চল।


পিলখানায় কত সম্পদ বিলীন
একাত্তর যেন আগস্টের
পথ বেয়ে চলে গেছে শহীদ সোহরাওয়ার্দীর বাড়ি-


সৃষ্টি আর অনাসৃষ্টির খেলায়
তৈরী হয় কিছু সুখ-দুঃখের ইতিহাস!