জীবন্ত পৃথিবীর ঝুলন্ত মনে আটকে রেখেছে অবাক বিস্ময়
কুয়াশাময় বিস্তৃত গোধূলি দেখে পেছন ফিরলে
সবুজ আকাশে তখন থাকে নীল ধুমকেতুর রেশ
অথচ কচ্ছপ তার সময় নিয়ে কাউকে পরোয়া করেনা
আমার ওষ্ঠে কাঁপে মহাবিশ্ব
আর বুক ফুড়ে বেরিয়ে আসে তেজোদ্দীপ্ত ফলক
জমাট অশ্রু বাষ্পীভূত হয়ে গেলে যায় আঙুলের ভাজে
তখন দাগ কেটে ওঠে
পৃথিবীর ইতিহাস রচিত কাব্যগ্রন্থের বানানচর্চায়