সভ্যতার সরু সত্তায় আমাকে যদি রাখো
বিলুপ্ত পৃথিবীর সন্ধানে সম্ভ্রম হারানো সাদা কাপড় আমি
আমাকে সোঁদা জলে নীলগিরি পাথর হতে বলোনা
আমি ত সেন্টমার্টিনের নীলজলে অবগাহন করা
ধারালো ঝিনুক
কিছুই না পারি
বেদনা লুকিয়ে সৌন্দর্য ছড়িয়ে
অবশেষে সংকটহীন অস্তিত্বের নিঃস্বতা নিয়ে
আছি এক বেনামী মুলুকের হয়ে