চারপাশেতে যেসব দেখি
হয়যে ছোট-বড়,
জীবের আকার বাড়ে এবং
একই থাকে জড়।


একখানেতে পড়েই থাকে
জড়ের উপাদান,
জীব চলমান সবসময়ে
থাকে তাজাপ্রাণ।


যেমন শুকনো কাঠ ও পাথর
এসব হলো জড়,
গাছ-গাছালী,মানুষরা জীব
হয়যে ছোট বড়।