জীবন তো থেমে থাকে না-
দুরন্ত আকাশী ঘোড়ার সওয়ার যেন।
ঘূর্ণায়মান কুন্ডলী যাত্রা করে আহত ঘুড়ির মত
আর ধুকধুক করা হৃদপিন্ড, ভেঙেচুরে-পিষে, কার্বন কণায় বিভক্ত হয়ে চলে সম্মুখে—
কখনও কখনও ধ্বংসের সাক্ষী হয়ে
ইমারত সমান- এনে তোলে ডলফিন বিবর্তন।


আমার নির্যাসে মাঝেমাঝে দেখি-
মৃত উপত্যকা।


মাথাচাড়া দিয়ে ওঠে সভ্যতার লিরিক
আগুনের আক্রোশে আমার কলিজা ঝলসে যায়
আমি হয়ে উঠি–
ডানাকাটা ময়ূর