জখম আঁধার ঠেলে রাতের পিত্তি যখন জ্বলে ওঠে
তখনও ফোটে গহীন কুয়াশার ফুল
আর টগবগানো বাতাসের অক্ষরে ছোটে
সৌখিন ঘামচিত্র


যদি বলি—
আকাশে জাগা রাত রাতের সমুদ্রে
উধাও হয়ে যাক
কিছু তুলতুলে শাদা, ধোঁয়াটে চোখ
প্রেমের কথা বললে
উদার হয়ে যায় বসন্ত বেলা


তাই পাখির আস্তিনে থাকা কবুতর
জীবনের কথা বলে
সহাস্য সময় সবসময় বিনীত হয়
আর লালিমার সুখ আঁধারের আঁচল হয়ে
মিলিত হয় অমাবস্যা আকাশে